প্রতীকী ছবি

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল রিকশাচালকের

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন ব্যাটারিচালিত অটোরিকশা চালক আকরাম হোসেনের (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে কামরাঙ্গীরচর খোলামোড়া বাঁশপট্টি এলাকায় তাকে ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আকরামকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে।

পথচারী শামীম মিয়া জানান, গভীর রাতে তিনি দেখতে পান খোলামোড়া বাঁশপট্টি এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক রিকশাচালক। পাশেই তার রিকশাটি পড়ে ছিল। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। গলায় গুরুতর আঘাত থাকায় তিনি কথা বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

নিহত আকরামের ভাবি রানী বেগম জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কলকিপাড়া গ্রামে। বর্তমানে আকরাম স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে কামরাঙ্গীরচরের জাউলাহাটি এলাকায় বসবাস করতেন। জীবিকার তাগিদে ব্যাটারিচালিত রিকশা চালাতেন।

তিনি বলেন, সকালে আমরা খবর পাই আকরাম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। পরে হাসপাতালে এসে তাকে পাই গুরুতর আহত অবস্থায়। বিকালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তবে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পথচারীরা আহত অবস্থায় আকরামকে হাসপাতালে ভর্তি করেছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, রাতে জাউলাহাটি খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে টহল টিম ঘটনাস্থলে যায়। এ সময় দুজন যুবককে দৌড়ে চলে যেতে দেখা যায়। ঘটনাটি ছিনতাই নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।