রাজধানীর লালবাগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. মেহেদী হাসানকে (২১) গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালবাগ থানায় মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, বাদী লালবাগ থানাধীন আরএনডি রোডে বসবাসকারী একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। স্ত্রী মারা যাওয়ার পর তিনি ছেলে-মেয়েকে নিয়ে থাকলেও, দেড় বছর আগে ছেলে বিদেশ চলে যাওয়ায় বর্তমানে একমাত্র মেয়েকে নিয়ে থাকেন। ভুক্তভোগী ১৭ বছর বয়সি শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি স্কুলের নবম শ্রেণিতে পড়ে।