যাত্রাবাড়িতে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী ফাহিমের সন্ধান মেলেনি ৬ দিনেও

যাত্রাবাড়িতে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী ফাহিমের সন্ধান মেলেনি ৬ দিনেও

রাজধানীর যাত্রাবাড়িতে নিখোঁজ মুয়াজ হাসনাত ফাহিম (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান ৬ দিনেও মেলেনি। তার গায়ের রং ফর্সা, উচ্চতা-৪ ফুট ১ ইঞ্চি। পরনে ছিল মেরুন রঙয়ের পাঞ্জাবী ও সাদা পায়জামা।সঙ্গে ছিল কাপড়সহ কালো ব্যাগ। ঢাকা দক্ষিণ সিটির ৬২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাজলা এলাকায় (নয়ানগর ৯/১) পরিবারের সঙ্গে থাকতেন।

জিডি সূত্রে ও শিক্ষার্থীর পিতা আবুল কালাম জানান, আমার ছেলে ফাহিম যাত্রাবাড়ির কোনাপাড়া মা’হাদু উলুমিল কুরআন মাদ্রাসা থেকে পবিত্র কুরআনের হেফজ শেষ করে ওই মাদ্রাসায় গ্রæপ ৭-এর শুনানীর শিক্ষার্থী ছিল। মাদ্রাসার আবাসিক হোস্টেলে থাকত। গত ৪ সেপ্টেম্বর ফাহিম তার অসুস্থতাজনিত কারণে বাসায় আসে। ডাক্তার দেখানোর পর ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় ছেলে ফাহিমকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রাবাড়ির ডেমরা সড়কের কাজলারপাড় ডক্টর’স ল্যাব লায়ন হসপিটালের সামনে থেকে লেগুনায় উঠিয়ে দেই। মাদ্রাসায় পৌঁছাল কিনা জানতে বিকালে মাদ্রাসায় ফোন দিয়ে ব্যস্ত পাই। পরে রাত সাড়ে ১০টায় আবার মাদ্রাসায় ফোন দেওয়ার পর শিক্ষকরা জানায় ফাহিম মাদ্রাসায় যায়নি।

এর পর থেকে তাকে আত্মীয়-স্বজন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও না পেয়ে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নম্বর- ১০০০।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জহির উদ্দিন যুগান্তরকে বলেন, শিক্ষার্থী ফাহিম ফোন কোনো ফোন ছিল না। যারফলে তার সন্ধান পেতে সময় লাগছে। তবে দেশের বিভিন্ন থানায় মেসেজ দেওয়া হয়েছে। সন্ধান পেতে চেষ্টা অব্যাহত রয়েছে।