‘নতুন অধ্যায়ের ঘোষণা, শহর চিনবে তার আসল নায়ককে’
ঢালিউডের সুপারস্টার শাকিব খান নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আসছেন নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’। এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।
এ সিনেমায় রয়েছে ক্রাইম, লাভ, অ্যাকশন আর রোমান্স। ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের প্রতীক্ষিত এ সিনেমাটির পোস্টার উন্মোচন হয়েছে, যা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ মুহূর্তে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে, আর আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এ ছাড়া সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।