ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতানোর বিষয়ে যা বললেন জায়েদ খান
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতাবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। তবে এই নাচ শুধু দেখতে পারবেন নিউইয়র্কের বাঙালিরা। কারণ নিউইয়র্কের টাইমস স্কয়ারে বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান।
দূর্গাপূজা উপলক্ষে নিউইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজনটি করেন ম্যানহাটনের টাইমস স্কয়ারে।
এবারেও থাকছে ভারত-বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন। যেখানে আগামী ৪ অক্টোবর একসঙ্গে হাজির হবেন দুই বাংলার দুই তারকা।
এর আগেই জানা গেছে, এবারের আয়োজনে টাইমস স্কয়ারের দুর্গাপূজায় উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা। এবার তার সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। নিউইয়র্কের টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এটিকে বলছে বিগ ব্রেকিং।