স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল। ছবি : সংগৃহীত

স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক এমডি ইকবালের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইকবাল জানান, ‘স্ত্রীর শারীরিক অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি। সবাই দোয়া করবেন।’

এমডি ইকবাল একাধারে প্রযোজক ও পরিচালক হিসেবে পরিচিত। তিনি এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ মোট ৯টি সিনেমা প্রযোজনা করেছেন। পাশাপাশি নির্মাণ করেছেন আলোচিত ছবি ‘কিল হিম’, যেখানে প্রথমবার নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করেন অনন্ত জলিল ও বর্ষা।

বর্তমানে ইকবালের নির্মাণাধীন চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ব্রিট্রে’ ও ‘ডেস্ট্রয়’।