স্বাধীন চলচ্চিত্রের পোস্টার বয়কে জন্মদিনের শুভেচ্ছা
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে তার সহঅভিনেতা মোস্তফা মনোয়ারের অভিনয়ের প্রশংসা করেন এবং জানান জন্মদিনের শুভেচ্ছা।
মেহজাবীন ফেসবুকে মোস্তফা মনোয়ারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেতাদের একজনকে জন্মদিনের শুভেচ্ছা। একজন সহঅভিনেতা হিসেবে মোস্তফা মনোয়ারের সঙ্গে পর্দায় কাজ করা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা ছিল। অভিনয়ে তার যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল, সেটি হচ্ছে, আপনি যতই শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন না কেন, আপনি সবসময় একেবারেই ভদ্র ও নম্র থাকেন। এরপর ক্যামেরার সামনে আপনার প্রতিটি উপস্থিত এবং কাজের প্রতি ভালোবাসা আমাকে আলাদাভাবে মুগ্ধ করেছে আমাকে।’
এরপর মোস্তফা মনোয়ারের কাছে প্রত্যাশা রেখে মেহজাবীন লিখেছেন, ‘আশা করি আগামীতে আপনাকে আরও চ্যালেঞ্জিং চরিত্র এবং আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ এনে দেবে। বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের পোস্টার বয়কে জন্মদিনের শুভেচ্ছা।’
মেহজাবীন ও মোস্তফা মনোয়ার একসঙ্গে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন। মাকসুদ হোসেনের পরিচালনায় খুব শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।