ফাইল ছবি

শাকিবের নায়িকায় মগ্ন যিশু

টালিউড নন্দিত অভিনেতা যিশু সেনগুপ্ত এখন আর শুধু নায়ক হিসাবে পর্দায় তাকে দেখা যায় না। এর থেকে বেরিয়ে এসে তিনি খলনায়ক থেকে চরিত্রাভিনেতা সবখানেই সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করে প্রমাণ করেছেন। নিজেকে মানিয়ে নিয়েছেন এ অভিনেতা। তবে এবার নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন যিশু সেনগুপ্ত।

পরিচালনা করতে যাচ্ছেন এ জনপ্রিয় অভিনেতা। তবে সিনেমায় নয়, পূজার মেজাজে এক ঝলমলে মিউজিক ভিডিও। তার সেই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বণিককে।

দুগ্গা মা এসেছে’ এমন শিরোনামে পূজার আবহে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিওটি। এটি গানে-সুরে ও ভিডিওতে যেমন হবে উৎসবমুখর, তেমনি আবেগঘন। থাকবে গ্ল্যামার আর রঙের ছড়াছড়ি। দর্শনার সঙ্গে এতে আরও দেখা যাবে ইন্দ্রশিষ রায় ও রাহুল মজুমদারকে।

বাংলাদেশিদের কাছে দর্শনা বণিক পরিচিত মুখ। কিং খানের বিপরীতে অভিনয় করে নিজেকে আলোচনায় এনেছিলেন অভিনেত্রী। আরেক নায়ক রোশানের বিপরীতেও কাজ করেছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়।

বাংলাদেশি দর্শকদের ভালোবাসা জানিয়ে দর্শনা বলেন, ‘বাংলাদেশে আমার অনেক ভালো লাগার মানুষ আছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসছে পূজারও শুভেচ্ছা রইল । সেই সঙ্গে আমাদের গানটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাই।

সম্প্রতি ভিডিওটির শুটিংয়ের কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ক্যামেরার পেছনে নির্দেশনায় মগ্ন হয়ে আছেন যিশু সেনগুপ্ত। আর ক্যামেরার সামনে পূজাময় এক চরিত্রে দর্শনা বণিক। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে সৌরভ দাসের সংস্থা হোয়াই সো সিরিয়াস।

এ প্রসঙ্গে যিশু বলেন, পূজাটা শুধু ধর্ম নয়, আবেগ। পাড়া-প্রতিবেশী, বন্ধুত্ব, মিষ্টি প্রেম সব মিলিয়ে একটা অনুভব। আমি চেষ্টা করেছি এই মিউজিক ভিডিওর মাধ্যমে সেই উষ্ণতা তুলে ধরতে।