নির্মাতা শিহাব শাহীন বরাবরই সামাজিক মাধ্যমে সরব। বিভিন্ন ইস্যুতে নিজের এই সরব অবস্থানের কারণে নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টের কারণে উলটো তোপের মুখে পড়েছেন ‘দাগি’ খ্যাত এই নির্মাতা।
গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাকিব খান, জয়া আহসানসহ বিনোদন অঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দেন। জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতাদের অভিযোগ, এই শিল্পীরা ফ্যাসিবাদের পুনর্বাসন করতেই এ ধরনের পোস্ট দিয়েছেন।
পরে ছাত্র-জনতাদের একটি অংশ গতকাল শনিবার (১৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্টকে কেন্দ্র ফেসবুক পোস্ট দেওয়া সেসব অভিনেতা-অভিনেত্রীদের ছবিতে জুতা নিক্ষেপ করার মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়া শিল্পীদের উত্তরায় অবাঞ্চিত ঘোষণা করে জুলাই বিপ্লবীদের সংগঠন জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স।
ছাত্র-জনতার এই ক্ষোভের বহিঃপ্রকাশকে একপ্রকার কটাক্ষ করে নির্মাতা শিহাব শাহীন আজ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যারা বয়কট করছে, জুতো মারছে – এরা আসলে নাটক, সিনেমা দেখা। তাই কোনো ক্ষতি নেই।’