গুরুতর অভিযোগ হিমির, দুঃখপ্রকাশ প্রযোজনা প্রতিষ্ঠানের
প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিনেত্রীদের ছবির সঙ্গে ‘আপত্তিকর জোকস’ লেখে ফটোকার্ড প্রচারের অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার দাবি- বিনা অনুমতিতে প্রযোজনা সংস্থাটি নিজেদের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ জোকস লিখে প্রচার করছে। ইউটিউবে প্রকাশের পর নাটকের ছোট ছোট ক্লিপ ফেসবুকে প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান। তা নিয়েই আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী।
হিমির এমন অভিযোগ আমলে নিয়ে দুঃখপ্রকাশ করেছে লেজার ভিশন কর্তৃপক্ষ।
গত রোববার রাতে লেজার ভিশনের উদ্দেশে ফেসবুকে হিমি লেখেন, ‘আপনাদের ভিউ/ ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে কুরুচিপূর্ণ মনগড়া জোকস লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়ালগ বলিনি। আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে। একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’
হিমির এ পোস্ট শেয়ার করে লেজার ভিশনের দৃষ্টি আকর্ষণ করেন অভিনেতা নিলয় আলমগীর। পরে সেই পোস্ট ডিলিট করে ফেসবুকে দুঃখ প্রকাশ করে লেজার ভিশন জানায়, ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।
জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে ট্যাগ করে লেজার ভিশনের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আমরা লেজার ভিশন সব সময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি। সব শিল্পী–কলাকুশলীকে আমরা সম্মানের চোখে দেখি। সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনো হবে না।’