আনিকা কবির শখ।ছবি: যুগান্তর

নতুন ধারাবাহিকে শখ

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও মাঝে কিছুদিন শোবিজ থেকে দূরে ছিলেন। তবে গত বছর থেকেই আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। এরইমধ্যে বেশ কিছু একক নাটকের পাশাপাশি ধারাবাহিকের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। বর্তমানে তার অভিনীত একাধিক ধারাবাহিক প্রচার হচ্ছে টেলিভিশনে।

এদিকে ‘রূপনগর’ নামে নতুন আরও একটি ধারাবাহিকে অভিনয় করছেন শখ। এটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। শিগ্গির এটি দীপ্ত টিভিতে প্রচারে আসবে বলেও জানিয়েছেন তিনি।

নাটক প্রসঙ্গে শখ বলেন, ‘এর গল্প অনেক সুন্দর। দুই ইউনিয়নের দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব আর জনগণের ভালোবাসা ঘিরে নির্মিত হয়েছে এটি। এতে কাজ করেও আনন্দ পেয়েছি। আশা করি প্রচারে এলে সবারই ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘অভিনয়ে নিয়মিত হওয়ার পর থেকে আমি বসে নেই। একক ও ধারাবাহিক নাটক মিলিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে। নিজের কাছেও ভালো লাগছে। কৃতজ্ঞতা দর্শকদের প্রতি, তারা এখনো আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন।’

নাটকটির গল্পে দেখা যাবে, দুই ইউনিয়নের দুই চেয়ারম্যান একসময় ঘনিষ্ঠ বন্ধু হলেও এখন তারা পরস্পরের শত্রু। নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দুজন তাদের পরিবার এবং এলাকার মানুষদের মধ্যে বিরোধ তৈরি করে দেয়। এক চেয়ারম্যান যুক্ত আছেন চোরাকারবারির কাজে, আর অন্যজন দখলদারিত্বে। তবে রূপনগরে আছে কিছু রঙিন স্বপ্নবাজ মানুষ, যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অপরের পাশে থাকে।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আখম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হক প্রমুখ।