ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেয়েছে। এবার এক সাক্ষাৎকারে জামিল হোসেন বলেন, বিয়ের পরে ঠাস করে লন্ডন চলে গিয়েছি। একটা লম্বা সময় লন্ডনে ছিলাম ফিরার পরে তুর্কি এসেছিলাম।
এদিকে মুনমুন বলেন, আম্মু আগে বলতো যে, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দিবে না বা আমার তিন ভাই আছে, তাদের কাউকে বিয়ে দিবে না।