বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রায় সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই একমাত্র সন্তান আয়াশকে এক বিশেষ সারপ্রাইজ দেন।
তারই একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন অপূর্ব, যা ঘিরে পরবর্তী সময়ে নেটিজেনদের মাঝে সৃষ্টি হয় নানা নেতিবাচক আলোচনা-সমালোচনা।
সামাজিক মাধ্যমে অপূর্বর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গভীর ঘুমে থাকা আয়াশকে চমকে দিতে কাছে যান বাবা অপূর্ব। আয়াশের ঘুম ভাঙতেই বাবাকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আয়াশ; কান্না করে দেয়।
বাবা-ছেলের এই আবেগঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এ নিয়ে শুরু হয় নেটিজেনদের মাঝে নেতিবাচক আলোচনা-সমালোচনা, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা।
তারই পরিপ্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে অপূর্ব লিখেছেন— কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও না। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে তুলেছে। আর কিছু গড়পড়তা মানুষ, যারা যাচাই না করেই শেয়ার করেন, রিঅ্যাক্ট দেন এবং ভুল বিচার করে থাকেন। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা।