ইস্টবেঙ্গল,ছবি: ফেসবুক,

কলকাতা ফুটবল লিগ: ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল

এই সময়: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে আজ প্রথম ময়দানে খেলা হবে। ইস্টবেঙ্গল তাদের সুপার সিক্সের প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলবে। প্রতিপক্ষ প্রিমিয়ারে অভিষেক হয়েই চমক দেওয়া ইউনাইটেড কলকাতা এসসি।

লিগ খেতাব জয়ের জন্য ইস্টবেঙ্গল তাদের বেশ কয়েক জন সিনিয়র ফুটবলারকে সুপার সিক্সে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে জিতেন মুর্মুদের নিয়ে লড়াই দিতে মরিয়া ইউনাইটেডের কোচ ইয়ান ল।

সুপার সিক্সে এ দিন খেলবে ডায়মন্ড হারবারও। নৈহাটিতে তাদের প্রতিপক্ষ সুরুচি সঙ্ঘ। এই ম্যাচের আগে ডায়মন্ড হারবার সই করাল দুই স্থানীয় ফুটবলার অমরনাথ বাস্কে আর রাজেশ রাজভরকে।

এ দিন প্রিমিয়ার ডিভিশনের অবনমনের প্লে অফে মহামেডান ওয়াক ওভার পেল। ব্যারাকপুর মাঠে প্রতিপক্ষ সাদার্ন সমিতি টিম নামায়নি। নিয়মানুযায়ী এই তিন পয়েন্ট পেলে সাদা কালো ব্রিগেডকে অবনমনে হয়তো পড়তে হবে না।