ফের নতুন রেকর্ড রোনাল্দোর, হাঙ্গেরির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পর্তুগালের
বয়স যে তাঁর কাছে একটা সংখ্যা মাত্র, সেটা আরও একবার প্রমাণ করলেন ক্রিস্তিয়ানো রোনাল্দো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল পর্তুগাল। দমিনিক সোবোসলাইদের বিরুদ্ধে ৩-২ গোলে জিতে গ্রুপের শীর্ষে পর্তুগাল। গত ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন CR7। এই ম্যাচেও গোল পেলেন এবং গড়লেন নয়া নজির। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তাঁরই দখলে। আর একটি ম্যাচে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপে। তাঁর দাপটে আইসল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ১০ জনের ফ্রান্স।
পর্তুগাল বনাম হাঙ্গেরি ম্যাচ
গত সপ্তাহে প্রিমিয়ার লিগের ম্যাচে দুরন্ত ফ্রি-কিকে লিভারপুলকে জিতিয়েছিলেন দমিনিক সোবোসলাই। তবে হাঙ্গেরিকে জেতাতে পারলেন না তিনি। খেলার গতির বিরুদ্ধে ২১ মিনিটের মাথায় গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন বার্নাবাস বার্গা। ৩৬ মিনিটে হোয়াও ক্যানসেলোর পাস থেকে পর্তুগালকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা।
Dois jogos, duas vitórias. Vamos, Portugal! pic.twitter.com/C9bYnjgwJj
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় পর্তুগাল। নিজেদের বক্সে হাঙ্গেরির এক ডিফেন্ডারের হ্যান্ডবলের জন্য পেনাল্টি পায় পর্তুগিজরা। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি রোনাল্দো। তবে হাল ছাড়েনি হাঙ্গেরি। ৮৪ মিনিটে ফের গোল করে ম্যাচের স্কোর ২-২ করেন সেই বার্নাবাস বার্গা। তবে ২ মিনিটের মধ্যে একক দক্ষতায় গোল করে পর্তুগালকে ম্যাচ জেতান হোয়াও ক্যানসেলো।
𝗖𝗥𝗜𝗦𝗧𝗜𝗔𝗡𝗢 𝗕𝗘𝗖𝗢𝗠𝗘𝗦 𝗧𝗛𝗘 𝗝𝗢𝗜𝗡𝗧 𝗔𝗟𝗟-𝗧𝗜𝗠𝗘 𝗧𝗢𝗣 𝗦𝗖𝗢𝗥𝗘𝗥 𝗜𝗡 𝗪𝗢𝗥𝗟𝗗 𝗖𝗨𝗣 𝗤𝗨𝗔𝗟𝗜𝗙𝗜𝗘𝗥𝗦 😮🥇
🇵🇹 Cristiano Ronaldo - 39 goals
🇬🇹 Carlos Ruiz - 39 goals
🇦🇷 Lionel Messi - 36 goals pic.twitter.com/nELdDcAUFr
কোন রেকর্ড গড়লেন রোনাল্দো?
এটা ছিল তাঁর কেরিয়ারের ৯৪৩তম গোল। বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে। ৩৯টি গোল করেছিলেন কার্লোস রুইজ। এই গোলের পরে রোনাল্দো ছুঁলেন তাঁকে। আর একটি গোল করলেই এককভাবে গড়বেন এই রেকর্ড।
With his 52nd goal, Kylian Mbappé moves past Thierry Henry to take sole possession of 2nd place on France’s all-time scorers list just behind Olivier Giroud! 🔥 #FiersdetreBleus pic.twitter.com/mZ71cx8TI9
ফ্রান্স বনাম আইসল্যান্ড ম্যাচ
বাছাই পর্বের আর একটি ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে জয় পেল দশজনের ফ্রান্স। ২১ মিনিটে আন্দ্রে গুয়নসেনের গোলে এগিয়ে যায় আইসল্যান্ড। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি পায় ফ্রান্স। গোল করে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। এর ফলে থিয়েরি অঁরিকে টপকে ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেন তিনি।
৬২ মিনিটে ফ্রান্সের লিড বাড়ান ব্র্যাডলি বার্কোলা। ৬৮ মিনিটে লাল কার্ড দেখেন চুয়ামেনি। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় পেয়েছে ১০ জনের ফ্রান্স। এই ম্যাচ জিতে D গ্রুপের শীর্ষে রইল ফ্রান্স।