লিগ শুরুর সপ্তাহ বাকি, বার্সার ৫ জনের নিবন্ধন ঝুলে গেল
২০২৫-২৬ মৌসুমের স্প্যানিশ লা লিগা শুরু হবে আগামী সপ্তাহে। তার আগপর্যন্ত ঝুলে গেছে বার্সেলোনার পাঁচ খেলোয়াড়ের নিবন্ধন প্রক্রিয়া। ক্লাবটির আর্থিক নিরীক্ষা শেষ না হওয়ায় নিবন্ধনে আরও দেরি হচ্ছে।
১৫ আগস্ট লা লিগার মৌসুম শুরুর আগে বার্সেলোনা ১১ আগস্ট কোমোর বিপক্ষে নামবে হুয়ান গাম্পার ট্রফির ফাইনালে। ক্লাবটি আশা ছিল, ম্যাচের আগে নিবন্ধনের সব কাজ সম্পন্ন করতে পারবে। তবে কাগজ-কলমে সব প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
বার্সেলোনা খেলোয়াড় নিবন্ধন করাতে না পারার প্রধান কারণ চলমান আর্থিক নিরীক্ষার কাজ। যা করছে ক্রোয়ি স্পেন নামের একটি অডিট কোম্পানি। কাতালুনিয়ান ক্লাবটি চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে, যা লা লিগার জন্য গুরুত্বপূর্ণ। তবে বার্সার কোন শঙ্কা কাজ করছে না এবং আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যে সব শেষ হবে।
বার্সেলোনা পাঁচ খেলোয়াড়ের নিবন্ধনের জন্য অপেক্ষা করছে। তারা- হুয়ান গার্সিয়া, মার্কাস র্যাশফোর্ড, রুনি বার্ধজী, জেরার্ড মার্টিন ও বয়চেক সেজনি। ক্রোয়ি নিরীক্ষার দেরি করায় যাদের কাগজপত্র লা লিগায় পাঠাতে কিছুদিন দেরি হচ্ছে বার্সার।
১৫ আগস্ট জিরোনা ও রায়ো ভায়েকানোর ম্যাচ দিয়ে এবারের লা লিগা মৌসুম শুরু হবে। বার্সেলোনা প্রথম ম্যাচ মায়োর্কার বিপক্ষে, ১৬ আগস্ট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।