একদিনে এমবাপ্পের আয় ১.২ কোটি টাকা, বাকিরা পান কত?
২০২৫-২৬ মৌসুমে স্প্যানিশ লা লিগায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন কোন্ কোন্ ফুটবলার? এই তালিকায় শীর্ষে দশে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তার সাপ্তাহিক বেতন ৫১৮,১৩৭ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি টাকা)। প্রতি দিন তিনি আয় করছেন প্রায় ১.২ কোটি টাকা।
এই তালিকায় অবশ্য রিয়ালের আরও ৪ ফুটবলার আছেন। বার্সেলোনাও পিছিয়ে নেই। শীর্ষ ১০ বেতনধারী লা লিগা ফুটবলারদের মধ্যে ৪ জনই তাদের। অন্য একজন ফুটবলার হলেন আতলেতিকো মাদ্রিদের।