হালান্ডের ৫ গোল, মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে
মঙ্গলবার রাতের ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পারেনি স্বাগতিক নরওয়ে। তারা যে গোলটি হজম করেছে সেটিও নিজেদের ভুলেই। জাল রক্ষা করতে গিয়ে উল্টো বল জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার লিও স্কিরি ওস্তিগার্ড।
নরওয়ের জয়টি ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের রেকর্ড। শেষ ১৯৯৬ সালে বিশ্বকাপ বাছাইয়ে লেইচেন্সটাইঙ্কে ১১-১ গোল দিয়ে জিতেছিল মেসেডোনিয়া।
এ নিয়ে তিনবার প্রতিপক্ষকে ১১ গোল দিল নরওয়ে। ফিনল্যান্ডের বিপক্ষে ১৯৪৬ সালে ১২-০ গোলের জয়টি তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
হালান্ড প্রথমার্ধেই চার গোল করেন। নরওয়ের জার্সিতে এটি তার পঞ্চম হ্যাটট্রিক। সতীর্থ আসগার্ড দেখিয়েছেন পায়ের জাদু। বদলি নেমে একের পর এক বল জালে পাঠান আসগার্ড। ১৩ মিনিটে করেন হ্যাটট্রিক।
মলদোভার বিপক্ষে জয়ের পর ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে শেষ খেলেছিল তারা। ২০০০ সালের ইউরো কাপের পর বড় কোনো বৈশ্বিক আসরে দেখা যায়নি নরওয়েকে।