,গ্রাফিক্স: রাতুল মণ্ডল

সামনে নর্থইস্ট কাঁটা, প্রথম বারেই ট্রফি জয়ের হাতছানি ডায়মন্ড হারবারের সামনে

ডায়মন্ড হারবার এফসির শক্তি ও দুর্বলতা

কৌশলগত দক্ষতা, রক্ষণাত্মক স্ট্র্যাটেজি, জমাটি আক্রমণ, অপ্রত্যাশিত পারফরম্যান্স।

দুর্বলতা

দলে গভীরতার অভাব, ব্যক্তিগত দক্ষতায় বাজিমাত।

নর্থইস্টের শক্তি ও দুর্বলতা

সংগ্রামী মানসিকতা, কৌশলগত দৃঢ়তা কোচিং স্টাফের নিখুঁত পরিকল্পনা, তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার মিশ্রণ, দর্শকদের আবেগঘন সমর্থন, ঐক্য ও নেতৃত্ব।

যুবভারতীতে অনুশীলন না করেই সরাসরি ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট। তারা ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় পৌঁছেই শনিবার খেলতে নামবে। সেখানে ডায়মন্ড হারবার যুবভারতীতে খেলে অভ্যস্ত। মাঠের সঙ্গে ফুটবলাররা পরিচিত। তবে নর্থইস্টের কোচ খুয়ান পেদ্রো বেনালি দাবি করেছেন, ‘এতে কোনও সমস্যাই হবে না।’

কখন ও কোথায় হবে ফাইনাল ম্যাচ?

কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে ম্যাচ। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে।

ডুরান্ড কাপ ফাইনাল

মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি।