চতুর্থ বিভাগের দল গ্রিমসবির কাছে টাইব্রেকারে হেরে ম্যান ইউনাইটেডের বিদায়
কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের সঙ্গে নির্ধারিত সময়ে ২-২ সমতায় থাকার পর টাইব্রেকারে ১১-১২ ব্যবধানে হেরেছে রুবেন আমোরিমের দল।
ঘরের মাঠে শুরু থেকেই ইউনাইটেডের চোখে চোখ রেখে খেলে গ্রিমসবি। এর ফলও পেয়ে যায় হাতেনাতে। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় দলটি। ২২ মিনিটে চার্লস ভেরনাম এবং ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোলে লিড পেয়ে যায় গ্রিমসবি।