মুখে স্টিচ নিয়েও একাই পাঁচ গোল হাল্যান্ডের, মলদোভাকে উড়িয়ে বড় জয় নরওয়ের
ফুটবলবিশ্বে সম্প্রতি যে তারকা স্ট্রাইকাররা নজর কাড়ছেন, তাঁদের মধ্যে অন্যতম আর্লিং হাল্যান্ড। ক্লাবের জার্সিতে ম্যানচেস্টার সিটির হয়ে ইতিমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এ বার জ্বলে উঠলেন দেশের জার্সিতে। একাই করলেন পাঁচ গোল ও দুই অ্যাসিস্ট। তাঁর দাপটে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মলদোভাকে ১১-১ গোলে হারিয়েছে নরওয়ে। চার গোল করেছেন থেলো অ্যাশগার্ড। গোল পেয়েছেন মার্টিন ওডেগার্ডও।
বিশ্বকাপে খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল নরওয়ে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তারা। অন্য একটি ম্যাচে বড় জয় পেল ইংল্যান্ড। ৫-০ গোলে সার্বিয়াকে হারিয়েছে তারা।
কেন চর্চায় আর্লিং হাল্যান্ড?
ম্যাচ খেলতে নামার আগে দুর্ঘটনার কবলে পড়েছিলেন হাল্যান্ড। হোটেল থেকে বেরিয়ে টিমবাস থেকে নামার সময়ে দরজায় ধাক্কা লাগে। এর ফলে তিনটি সেলাই পড়ে তাঁর মুখে। সেসবের প্রভাব অবশ্য খেলায় পড়তে দেননি হাল্যান্ড। ম্যাচের ৬ মিনিটের মাথায় নরওয়েকে এগিয়ে দেন ফেলিক্স হর্ন মিয়েরে।
Erling Haaland vs Moldova:
5 Goals
2 Assist
38 Touches
16 Accurate Passes
84% Pass Accuracy
17 Touches In Opposition Box
7 Shots On Target
3 Ground Duels Won
3 Successful Dribbles
2 Recoveries
2 Clearances
2 Aerial Duels Won
2 Big Chances Created
1 Hit Woodwork
1 Accurate Long… pic.twitter.com/3wMWYNXwML
এর পরে প্রথমার্ধেই হ্যাটট্রিক সেরে ফেলেন হাল্যান্ড। ১১, ৩৬ ও ৪৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে স্কোরলাইন ৫-০ করেন আর্সেনালের তারকা মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।
🤖🇳🇴 Five goals, two assists tonight for Erling Haaland… and 48 goals in 45 caps.
Insane numbers. 🚀 pic.twitter.com/rGBmcp1Bq3
দ্বিতীয়ার্ধে দাপট দেখান থেলো অ্যাশগার্ড। হাল্যান্ডকে টেক্কা দিয়ে একাই চার গোল করেন তিনি। ৬৭ থেকে ৭৯ মিনিটের মধ্যে সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। ৫২ ও ৮৩ মিনিটে নিজের বাকি দুই গোল করেন হাল্যান্ড। এর মধ্যে ৭৪ মিনিটে নরওয়ের লিও স্কিরি ওস্তিগার্ড আত্মঘাতী গোল করেন। শেষ পর্যন্ত ১১-১ গোলে শেষ হয় ম্যাচ। মোট ৩৪টি শট নিয়েছিল নরওয়ে। কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় নরওয়ের।
🇳🇴 Erling Haaland has scored 310 goals in 376 games.
Wow, what a machine! 🤖 pic.twitter.com/PvhkMAS7xw
দেশের জার্সিতে ৪৫ ম্যাচে ৪৮ গোল করে ফেললেন হাল্যান্ড। কেরিয়ারে ৩৭৬ ম্যাচ খেলে করে ফেলেছেন ৩১০ গোল। যেভাবে রকেটের গতিতে এগোচ্ছেন তিনি, একের পর এক রেকর্ড ভাঙা তাঁর কাছে সময়ের অপেক্ষা।
G⚽️⚽️⚽️⚽️⚽️d morning! pic.twitter.com/f7tZFr3h1p
বড় জয় ইংল্যান্ডের
সার্বিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেল ইংল্যান্ড। প্রথমার্ধে হ্যারি কেন ও ননি মাদুয়েকে গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন দুই ডিফেন্ডার এজ়রি কনসা ও মার্ক গুয়েহি। পেনাল্টি থেকে শেষ গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড। এই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে রইল ইংল্যান্ড।