বার্সেলোনায় বিশাল ধাক্কা, মূল খেলোয়াড়কে নিয়ে যাচ্ছে রোনালদোর দল
গেল মৌসুমে বার্সেলোনা স্বপ্নের মতো সময় কাটিয়েছে। লিগ আর কোপা দেল রের মেজর ডাবল জিতেছে, একটু এদিক ওদিক হলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলতে পারত। শেষ কয়েক বছরের পারফর্ম্যান্স মাথায় রাখলে সব মিলিয়ে গেল মৌসুমটাকে বেশ সফলই বলা চলে দলটার।
এই সফলতার পেছনে বড় ভূমিকাই রেখেছিলেন ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। কোচ হানসি ফ্লিকের হাইলাইন ডিফেন্স কৌশল যে এভাবে কাজে লেগে গেছে, তার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি। বার্সা রক্ষণের নেতা সেই ইনিগোকেই এবার নিয়ে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। তিনি খুব শিগগিরই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে যাচ্ছেন। দুই পক্ষের মধ্যে চুক্তিও প্রায় হয়েই গেছে।