চারে চার রিয়ালের শতভাগ জয়ের রেকর্ড

চারে চার রিয়ালের শতভাগ জয়ের রেকর্ড

হুইসেনের লাল কার্ডে ৩২ মিনিটে ১০ জনের দলে পরিণত হলেও নতুন মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের শতভাগ জয়ের রেকর্ডে শেষ পর্যন্ত ছেদ পড়েনি। এমবাপ্পের নৈপুণ্যে শনিবার সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে রিয়াল হেসেছে টানা চতুর্থ জয়ের হাসি। নিজে এক গোল করার পাশাপাশি আর্দা গুলেরের গোলেও অবদান রাখেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। ইংলিশ প্রিমিয়ার লিগে এদিন নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। স্প্যানিশ ডিফেন্ডার মার্তিন জুবিমেন্দি করেন জোড়া গোল।