ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চল থেকে নিজেদের শেষটা রাঙাতে পারল না তারা। বলিভিয়ার মাঠে পরাজয় মেনে ফিরতে হচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। সেলেসাওদের হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া।

এল আলতোয় বুধবার সকালে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বলিভিয়া। সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। এখান থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও গোলের জন্য নেয়া শটে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ছিল। ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে সেলেসাওবাহিনী। বিপরীতে বলিভিয়ার ২৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল ১০টি।

বলিভিয়ার মাঠে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। প্রথমার্ধের পুরোটাজুড়ে খেলার নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের দখলে। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে বাড়ানো সময়ে। পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েলিটো। ঠিক দিকে ঝাঁপ দিয়ে গ্লাভস ছোঁয়ালেও বল জালে যাওয়া ঠেকাতে পারেননি ব্রাজিল কিপার অ্যালিসন।

ব্রাজিলিয়ান গোলরক্ষককে একাধিকবার পরীক্ষায় ফেলে তারা। আগের ম্যাচে চিলির বিপক্ষে ভালো খেলা কয়েকজনকে বিশ্রাম দেয়ার প্রভাবও দেখা গেছে ব্রাজিলের খেলায়। সঙ্গে উচ্চতাজনিত অস্বস্তি ছিলই। সবমিলিয়ে মাঠে একেবারেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি ব্রাজিল।

একই সময়ে হওয়া অন‍্য ম‍্যাচে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে হেরে আরও একবার বাছাইয়েই শেষ হয়ে গেছে ভেনেজুয়েলার বিশ্বকাপে খেলার স্বপ্ন।

ব্রাজিলের মতো হার দিয়ে বাছাইপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। শেষ রাউন্ডে কলম্বিয়ার মতো জয় পেয়েছে ইকুয়েডর। অন‍্য দুই ম‍্যাচে ড্র করেছে উরুগুয়ে ও প‍্যারাগুয়ে।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের প্রথম ছয় দল খেলবে মূলপর্বে। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। বাকি চার দলেরই পয়েন্ট ২৮। গোল ব্যবধানে এগিয়ে তিনে কলম্বিয়া, চারে উরুগুয়ে, পাঁচে ব্রাজিল ও ছয়ে প‍্যারাগুয়ে।