রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আরও খ্যাতিমান নারী খেলোয়াড় তৈরি হবে: তাবিথ আউয়াল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আরও খ্যাতিমান নারী খেলোয়াড় তৈরি হবে: তাবিথ আউয়াল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্য থেকে ভবিষ্যতে আরও খ্যাতিমান খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাবি ছাত্রদল আয়োজিত ‘ডেমোক্রেসি ফর উইমেন' আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা’ এর উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আরও খ্যাতিমান খেলোয়াড় তৈরি হবে, বিশেষ করে নারীরা। এর পাশাপাশি ফুটবল ফেডারেশনের যেমন দায়িত্ব আছে কিছু কাঠামোর তৈরি করে দেওয়া, ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া, আমরা সেই লক্ষ্যে কাজ করব।’

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে বলেন, ‘আমি গর্বের সাথে বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে। তারা এরকম একটি স্টেডিয়াম পেয়েছে। এ স্টেডিয়ামটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই বরাদ্দ পেয়েছিল।’

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা এ স্টেডিয়ামটির উন্নয়নের জন্য কাজ করবো। এছাড়া স্টেডিয়ামটির বাইরে আরো কিছু মিনি স্টেডিয়াম করা যায় কি না- সেটিও আমরা বিবেচনায় রাখবো।’

শিক্ষার সাথে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, শিক্ষার জায়গাকে আরও চর্চা করার জন্য দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা করে স্টেডিয়াম হবে, প্রতিটি স্কুলে একটা করে খেলার মাঠ থাকবে। আমরা শিক্ষার সাথে ক্রীড়াটাকে চর্চা করে একটা ভালো স্বাস্থ্য, ভালো সমাজ ও ভালো ব্যক্তি গড়ে তুলতে চাই।’