আল নাসেরের হয়ে রোনালদোর শিরোপা এখনো শূন্য |ইন্টারনেট

রোনালদোর রেকর্ডের রাতে আল নাসেরের স্বপ্নভঙ্গ

রোনালদো মঞ্চটা প্রস্তুত করেই দিয়েছিলেন। আল নাসেরের হয়ে শততম গোল পাওয়ার দিনে শিরোপা জয়ের পথেই ছিলেন। তবে শেষ পর্যন্ত ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না, ফুরোয়নি সৌদি সুপার কাপের অপেক্ষা।

সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে শিরোপা খুইয়েছে আল নাসর। তাতে সৌদি ফুটবলে আল নাসরের হয়ে ট্রফি জয়ের অপূর্ণতা বেড়েই চলেছে রোনালদোর।

হংকং স্টেডিয়ামে শনিবার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় আল আহলি ও আল নাসের। জমজমাট লড়াই শেষে নির্ধারিত সময় শেষ হয় ২-২ সমতাতে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে হেরে বসে আল নাসের।

চার দলের সৌদি সুপার কাপে সাধারণত খেলে থাকেন প্রো লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলেরা। তবে আল ইত্তিহাদ দু’টি প্রতিযোগিতাতেই শিরোপা জেতায় অনাকাঙ্ক্ষিত সুযেগ মেলে আল নাসরের।

এছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপের ব্যস্ততা ও নতুন মৌসুমের প্রস্তুতির সুবিধার্থে আল হিলাল নাম প্রত্যাহার করায় জায়গা পায় প্রো লিগে পঞ্চম হওয়া আল আহলি। এমনকি এই দুই দলই উঠে আসে ফাইনালে।

অথচ আল নাসেরকে এদিন শিরোপা জয়ের স্বপ্ন দেখান রোনালদো। ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি, যা ১১৩তম ম্যাচে সৌদি ক্লাবটিতে তার ১০০তম গোল।

প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবের হয়ে এক শ' বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়েও এক শ’র বেশি গোল আছে তার, যা নেই আর কারো।

তবে সমতায় ফিরতে সময় নেয়নি আহলি, বিরতির আগেও ফেরে ম্যাচে। প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের পাস ধরে জোরাল নিচু শটে সমতায় ফেরান সাবেক বার্সা মিডফিল্ডার কেসিয়ে।

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা আল নাসর দ্বিতীয়বার এগিয়ে যায় ৮২তম মিনিটে। প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোলটি করেন ক্রোয়াট মিডফিল্ডার ব্রোজোভিচ।

তবে এবারো লিড ধরে রাখতে পারেনি দলটা, হয়নি শেষ রক্ষা। ৮৯তম মিনিটে প্রতিপক্ষের কর্নার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করার চেষ্টায় বলের নাগাল পাননি গোলকিপার বেন্তো। হেডে বল জালে পাঠান ইবানেস।

নির্ধারিত সময়ে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আল আহলি ও আল নাসর দুই দলই প্রথম তিন শটে বল জালে পাঠায়। চতুর্থ শটেও আহলি জালের দেখা পায়।

তবে চতুর্থ শট মিস করে বসে আল নাসেরের আবদুল্লাহ আল-খাইবারি। আহলির হয়ে গালেনো পঞ্চম শটে গোল করলে সেখানেই ম্যাচ হেরে যায় রোনালদোর আল নাসের। আবারো আক্ষেপে পুড়ে দলটা।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর পর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো শিরোপাই জিততে পারেননি এই পর্তুগিজ তারকা। হেরেছেন তিনটি ফাইনাল।

আবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ফিফা কর্তৃক স্বীকৃতি না পাওয়ায় তাকে শীর্ষ পর্যায়ের টুর্নামেন্ট বিবেচনা করা হয় না। ফলে আল নাসেরের হয়ে রোনালদোর শিরোপা এখনো শূন্য।