সান্তেসের ইতিহাসের বাজে হারের পর কেঁদে মাঠ ছাড়ছেন নেইমার

৪৫ বার চোটে পড়া নেইমারকে নিয়ে যা ভাবছেন নতুন কোচ

দুসপ্তাহ আগে ব্রাজিলিয়ান সিরি আ’তে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০তে হারে সান্তোস। নেইমারকে নিয়ে একাদশ সাজালেও ক্লাবটি নিজেদের ইতিহাসে বাজে হার এড়াতে পারেনি। সমর্থকদের তোপে পড়তে হয় নেইমারকে। পরে কোচ ক্লেবার হাভিয়েরকে ছাঁটাই করা হয়। সান্তোসের গুরুভার নিয়েছেন আর্জেন্টাইন কোচ হুয়ান পাবলো ভোজবোদা। নেইমারকে নিয়ে তিনি বলছেন, ‘তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাকে সাহায্য করতে চাই।’

চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। ক্যারিয়ারে চোটে পড়েছেন ৪৫ বার। গত দুই মৌসুমে ৫৮০ দিন থাকতে হয় মাঠের বাইরে। ২৩-২৪ মৌসুমে ৩৭১ দিন বাইরে থাকায় নেইমার অনুপস্থিত ছিলেন ৫৩ ম্যাচে। সান্তোসে ফিরে গত মৌসুমে পাঁচবার চোটে মাঠের বাইরে থাকতে হয় ৩৩ ম্যাচ।

হুয়ান পাবলো বলেছেন, ‘নেইমার ফল নির্ধারক ফুটবলার। তিনি কোন সমস্যা না, কারণ তিনি অন্য ফুটবলারের মতো নন। নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাকে সাহায্য করতে চাই। আমি নিশ্চিত নেইমারের থেকে অনেককিছু শিখব। তিনি সান্তোসকে যেমন ভালোবাসেন, সান্তোসও তাকে ভালোবাসে।’

পাবলো সান্তোসকে নিয়ে বলেছেন, ‘ক্লাবের দায়িত্ব নেয়া আমার জন্য গর্বের। এমনকি আমার পরিবারের জন্যও। বিশেষ করে বাবার জন্য। যিনি আমাকে ক্লাবটির কিংবদন্তি পেলের কথা বলতেন সবসময়।’

৪৯ বর্ষী কোচ ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তেলেজা ছাড়েন গত জুলাইতে। ক্লাবটিকে তিনি ২০২২ সালে নিয়ে যান কোপা লিবার্তোদোরেসের মূলপর্বে। কোপা সৌদামেরিকানার ফাইনালে নিয়ে যান ২০২৩ সালে।