বাদ ময়মনসিংহ, দুই ভেন্যুতে ফেড কাপ

বাদ ময়মনসিংহ, দুই ভেন্যুতে ফেড কাপ

বাংলাদেশের ফুটবলে বেশ ব্যস্ত সময় যাচ্ছে। আজ ভিয়েতনাম অ-২৩ দল সিঙ্গাপুরকে হারিয়েছে। সিনিয়র জাতীয় দল নেপাল থেকে আজ বৈরী পরিস্থিতির জন্য ফিরতে পারেনি। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এই উপলক্ষ্যে আজ বিকেলে লিগ কমিটির সভা হয়েছে।

আজকের সভায় লিগের ভেন্যুগুলো ঠিক হয়েছে। লিগের দশটি দল পাঁচটি ভেন্যুতে খেলবে। প্রতি ভেন্যু দু’টি করে ক্লাবের হোম ভেন্যু। বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ফর্টিজ, গাজীপুরে পুলিশ ও পিডব্লিউডি, মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন, মানিকগঞ্জে আরামবাগ ও ফকিরেরপুল, কুমিল্লায় আবাহনী ও মোহামেডান।

সাম্প্রতিক সময়ে ফুটবলের অন্যতম সেরা ভেন্যু ময়মনসিংহ এবার থাকছে না। ময়মনসিংহ ভেন্যু নিয়ে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেন, 'অবশ্যই ময়মনসিংহের মাঠ ও স্টেডিয়াম ভালো। ক্লাবগুলো ময়মনসিংহ ও রাজশাহীর জন্য আগ্রহ দেখায়নি। ক্লাব আগ্রহী না হলে ফেডারেশনের কিছু করার থাকে না। হয়তো যাতায়াতের জন্যই ক্লাবগুলো ময়মনসিংহমুখী হয়নি।'

ঘরোয়া ফুটবলে নতুন ভেন্যু হিসেবে যোগ হচ্ছে মানিকগঞ্জ। ১৯ সেপ্টেম্বর থেকে লিগ শুরু হচ্ছে। অথচ মানিকগঞ্জ মাঠে এখনো পিচ রয়েছে। ভেন্যুর উন্নয়নের দায়িত্ব ফেডারেশন ক্লাবগুলোর উপর দিয়েছে। বাংলাদেশে ক্লাবগুলো সাবলম্বি নয়। মানিকগঞ্জ ভেন্যু নিয়ে আরামবগা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, 'মাঠের কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমরা দুই ক্লাবের পাশাপাশি ফেডারেশনের সহায়তাও প্রত্যাশা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আরো উন্নত করা যাবে।'

২৩ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরুর সূচি। গত মৌসুমে কিংস অ্যারেনা, কুমিল্লা ও ময়মনসিংহে এই টুর্নামেন্ট হয়েছিল। এবার আপাতত পরিকল্পনা কিংস অ্যারেনা ও কুমিল্লায় খেলানোর। দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডানের ভেন্যু কুমিল্লা। এই ভেন্যু নিয়ে দুই ক্লাবই খানিকটা সংশয়ে রয়েছে। আগামীকালের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের চিঠি পাওয়ার আশা করছে ফেডারেশন।

মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হওয়ায় ১৫ সেপ্টেম্বর কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ কাপের ভেন্যুর স্বাগতিক। কুমিল্লা ভেন্যু নিয়ে খানিকটা অনিশ্চয়তা থাকায় ঢাকা স্টেডিয়ামে এই ম্যাচ হওযার সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিক চেষ্টা থাকবে কুমিল্লাতেই আয়োজনের। বাংলাদেশ জাতীয় দল নেপালে বৈরী পরিস্থিতির মধ্যে রয়েছে। ১২ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরতে না পারলে ঘরোয়া ফুটবলে সূচিতে রদবদল আসবে।

এজেড/এইচজেএস