ওয়েস্টহ্যামের মাঠে পাকুয়েতা

ফিক্সিং অভিযোগে মুক্তি, তবে বড় জরিমানার মুখে ব্রাজিলের পাকুয়েতা

স্পট ফিক্সিংয়ের অভিযোগে দুবছর ধরে চলমান তদন্তের পর শাস্তি থেকে মুক্তি পেয়েছিলেন ব্রাজিলের ওয়েস্টহ্যাম তারকা লুকাস পাকুয়েতা। চারটি ম্যাচ ঘিরে তদন্ত শুরু হয়, আশঙ্কা ছিল পাকুয়েতার আজীবন নিষেধাজ্ঞার। জুলাইয়ে সেটি থেকে মুক্তি পেলেও ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) দুদফায় তদন্তে সহায়তা না করায় শাস্তির মুখোমুখি হবেন তিনি।

এফএ’র স্বাধীন নিয়ন্ত্রক কমিশন তদন্ত শেষে যে রায় দিয়েছিলেন, তাতে পাকুয়েতা কোন শাস্তি পাচ্ছেন না। কিন্তু তাকে জরিমানা গুণতে হচ্ছে মোটা অঙ্কের। পরিমাণ দাঁড়াতে পারে দেড় লাখ পাউন্ডের মতো।

যে ম্যাচগুলো নিয়ে অনুসন্ধান চালানো হয়েছিল, সেই ম্যাচগুলো পাকুয়েতা খেলেছিলেন ২০২২ ও ২০২৩ সালে। ২০২২এ লেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ। ২০২৩ সালে অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড ও বোর্নমাউথের বিপক্ষে।

ওয়েস্টহ্যামের হয়ে লন্ডনে পাকুয়েতা খেলতে আসেন ২০২২ সালের আগস্টে। হ্যামার্সরা ফ্রান্সের ক্লাব লিঁও থেকে সাড়ে ৩৬ মিলিয়ন খরচ করে তারকা মিডফিল্ডারকে এনেছিল, অভিষেক মৌসুমেই তিনি জিতেছিলেন উয়েফা কনফারেন্স লিগ। তিন মৌসুমে ১২০ ম্যাচ খেলেছেন পাকুয়েতা। ২০২৭ সালে শেষ হবে ক্লাবটির সঙ্গে তার চুক্তি।