,Eisamay.com

ডায়মন্ড হারবার এফসির জন্য গলা ফাটাবে নতুন ফ্যান ক্লাব ডিএইচএফসি নেভিগেটর্স

এই সময়: ডায়মন্ড হারবার এফসির জন্য তৈরি ফ্যান’স ক্লাব। ডিএইচএফসি নেভিগেটর্স নামের এই ফ্যান’স ক্লাবের আত্মপ্রকাশ ঘটছে আজ ডুরান্ড ফাইনালে। বাংলার নতুন এই ক্লাবের গত তিন বছরে উত্থান অভাবনীয়। তাই সমর্থকও পেয়ে গিয়েছে তারা। ড্রাম, ব্যান্ড পার্টি, স্লোগানে উৎসবের মেজাজ তৈরি করতে চায় নেভিগেটর্স।

ফ্যান ক্লাবগুলি সাধারণত, যে রকম কাজ ম্যাচের দিনে করে থাকে, সেই কাজই শুরু করে দিচ্ছে নেভিগেটর্স। প্রধানত ডায়মন্ড হারবারের এলাকাবাসীরাই তৈরি করেছে এই ফ্যান ক্লাব। প্রায় ৪০০ জন ছেলে–মেয়ে এই ফ্যান ক্লাবের সদস্য। শনিবার ডুরান্ড ফাইনাল ঘিরে নানা রকম ফ্যান অ্যাক্টিভিটি তাদের পরিকল্পনায়। গ্যালারিতে ১০০ ফুট বাই ৫০ ফুটের বিশাল টিফো নিয়ে হাজির হবে তারা। যেখানে থাকবে স্লোগান। পরিকল্পনা আছে, মেগাফোন ও ড্রাম নিয়ে আসার। মেগাফোনের মাধ্যমে ফ্যানেরা ম্যাচ চলাকালীন চ্যান্টিং করতে চান।

Diamond Harbour FC

শুধু ডুরান্ড ফাইনালেই এই ফ্যান অ্যাক্টিভিটি শেষ হয়ে যাচ্ছে না। আই লিগেও সারা ভারত জুড়ে ডায়মন্ড হারবার এফসিকে সমর্থন করবে ফ্যান ক্লাবের সদস্যরা। কলকাতায় তিন প্রধানের একাধিক ফ্যান ক্লাব ছিল। এ বার তাদের সঙ্গে যুক্ত হলো ডায়মন্ড হারবারের ফ্যান​্স ক্লাব।