কিছুদিন ধরেই আলোচনায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চেলসিতে যাবেন আলেজান্দ্রো গার্নাচো। রেড ডেভিল ডেরা ছেড়ে আর্জেন্টাইন তারকা সত্যিই পাড়ি জমালেন প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ব্লুজ ডেরায়। তিন মৌসুম ইউনাইটেডে কাটিয়ে লন্ডনের ক্লাবটিতে ঠিকানা গড়লেন ২১ বর্ষী ফরোয়ার্ড।
গার্নাচোকে পেতে ব্লুজরা ৪০ মিলিয়ন পাউন্ড দিচ্ছে ইউনাইটেডকে। চুক্তিতে আছে ভবিষ্যতে তার যেকোনো দলবদলে রেড ডেভিলরা ১০ শতাংশ অর্থ পাবে। ৭ বছর চুক্তিতে আসা গার্নাচোর মেডিকেল টেস্ট হবে শুক্রবার।
আর্জেন্টাইন তরুণের জন্য চেলসির প্রাথমিক প্রস্তাব ছিল ২৫ মিলিয়ন পাউন্ড। ইউনাইটেড ৫০ মিলিয়ন পাউন্ডের কথা বলে আলোচনায় বসতে চায়।
এই গ্রীষ্মে রুবেন আমোরিমের প্রাথমিক দল থেকে গার্নাচোকে বাদ দেয়া হয়েছিল। প্রাক-মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে তাকে দলে রাখা হয়নি। মে’তে টটেনহ্যামের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালেও তাকে বেঞ্চে রাখেন ইউনাইটেড কোচ। গার্নাচো তখন পর্তুগিজ কোচের সমালোচনা করেছিলেন।
গার্নাচো ২০২২ সালে ইউনাইটেডের এফএ যুব কাপজয়ী দলের অংশ, একই মৌসুমে ক্লাবের বর্ষসেরা তরুণ খেলোয়াড় হন। ১৪৪ ম্যাচে ২৬ গোল করেছেন এবং ২২ গোল করিয়েছেন। যার মধ্যে গত মৌসুমে ছিল ১১ গোল এবং ১০ অ্যাসিস্ট।