অধরা শিরোপা ছোঁয়ার লক্ষ্য নিয়ে শ্রীলংকা-যাত্রা

অধরা শিরোপা ছোঁয়ার লক্ষ্য নিয়ে শ্রীলংকা-যাত্রা

সাফের শিরোপা জিততে না পারার আক্ষেপ এবং এএফসির আসরে কোয়ালিফাই করতে না পারার হতাশায় ভুগেছেন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এবার আক্ষেপ ঘোচাতে চান তিনি। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ শ্রীলংকা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

২০২২ সালে বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার পর হতাশা তাড়া করছে ফয়সালকে। এবার দুঃখ ঘোচানোর আশা এই মিডফিল্ডারের। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘আমার জন্য এটা দুঃখজনক যে বারবার কাছাকাছি গিয়েও ফাইনালে জিততে পারিনি। এটা ভাবলে খারাপ লাগে। আর এটা আমার শেষ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। চেষ্টা করব এবার শিরোপা নিয়ে ফিরতে।’

বাংলাদেশ খেলবে এ-গ্রুপে। স্বাগতিক শ্রীলংকা ছাড়া গ্রুপের অন্য প্রতিপক্ষ নেপাল। লাল-সবুজের প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর, নেপালের বিপক্ষে। ২১ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বি-গ্রুপে চার দল-ভুটান, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

এ টুর্নামেন্টের শিরোপা জেতার লক্ষ্যে গত দেড় মাস যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। দলের কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। তাদের মধ্যে জেতার ক্ষুধা দেখতে পাচ্ছি।’