চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেলেন দাবিদ লুইজ়, বাছাই পর্বে দাপট ছোট ক্লাবগুলির
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইউরোপের বিভিন্ন লিগের খেলা। প্রিমিয়ার লিগ থেকে লা লিগা, ক্রমশ জমছে খেলা। এর মধ্যেই চর্চায় উঠে এল তিন ছোট দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে তাক লাগাল পাফোস এফসি, বোদো/গ্লিমট এবং কাইরাত আলমাতি। বিশ্বফুটবলে এখনও সেভাবে পরিচিত নয় এই ক্লাবগুলি। কিন্তু তিন দেশের তিন ক্লাবই বাজিমাত করল UCL-এর বাছাই পর্বে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল তারা। ৩৮ বছর বয়সেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে ব্রাজ়িলিয়ান ফুটবলার দাবিদ লুইজ়কে। কী ভাবে বাজিমাত তিন ক্লাবের?
কেল্টিককে হারিয়ে অঘটন ঘটিয়েছে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতি। প্লে-অফের ম্যাচে হেরে ছিটকে গেল প্রাক্তন UCL চ্যাম্পিয়ন কেল্টিক। প্রথম লেগের খেলা গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় লেগেও নির্ধারিত সময়ে একই ছিল ফল। এক্সট্রা টাইমেও ফয়সালা হয়নি। শেষে পেনাল্টিতে বাজিমাত করে কাইরাত আলমাতি। এই প্রথম UCL খেলার সুযোগ পেল তারা।
Kairat Almaty are through to the league phase 💛🖤 #UCL pic.twitter.com/MSACxWd7ye
চমক দিয়েছে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি। প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল ১১ বছরের এই ক্লাব। প্রথম লেগের ম্যাচে ক্রেনা জ়েজ়দার বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছিল তারা। ফিরতি লেগের ম্যাচ ১-১ ফলে ড্র হয়। এরপরেই উচ্ছ্বাসে মাতেন পাফোস এফসির সমর্থকরা।
Pafos through to the #UCL league phase ✅ pic.twitter.com/lscRyQKNkJ
সম্প্রতি তারা দলে নিয়েছে ব্রাজ়িলের বিশ্বকাপার দাবিদ লুইজ়কে। ক্লাবের ইতিহাসে প্রথম তারকা প্লেয়ার তিনি। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে UCL-এ অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে পাফোস এফসি।
Bodø/Glimt secure a spot in the league phase 💪 #UCL pic.twitter.com/obBbBlGTF2
UCL-এর মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে নরওয়ের দল বোদো/গ্লিমট। তারা অবশ্য গতবারের ইউরোপা লিগের সেমি ফাইনালিস্ট। প্রথম লেগের ম্যাচে ৫-০ গোলে জয় পেয়েছিল অস্ট্রিয়ার দল স্টার্ম গ্রাজের বিরুদ্ধে। সোমবার দ্বিতীয় লেগে ১-২ গোলে হারলেও, সহজেই পৌঁছে গিয়েছে মূলপর্বে। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে নজর থাকবে এই তিন দলের দিকে।