বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস প্রতিশ্রুতি ভেঙ্গে যোগ দিয়েছেন ইরাকের একটি ক্লাবে। কোচ হারিয়ে বিপদে পড়লেও কিংস শেষ পর্যন্ত এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্ব উতরে গেছে প্রধান কোচ ছাড়াই। অবশেষে নতুন কোচও পেয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমের শুরুটা নির্ভরযোগ্য এক কোচের হাতেই দিতে চেয়েছিল বসুন্ধরা কিংস। তাই ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের সঙ্গে সব আনুষ্ঠানিকতা শেষ করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছিল। কাতারে এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে যোগ দেওয়ার জন্য বিমান টিকিটও পাঠানো হয়েছিল তার সম্মতিতেই। সার্জিও ফারিয়াস জানিয়েছিলেন, ১২ আগস্ট ম্যাচের আগে দোহায় ক্যাম্পে উপস্থিত থাকবেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। বসুন্ধরা কিংসের পরিবর্তে তিনি বেছে নেন ইরাকের একটি ক্লাবকে। যদিও কিংস তাদের প্রধান কোচ ছাড়াই বাছাইপর্ব জিতে উঠে যায় চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে। কোচহীন দলটি এবার তাদের নতুন আরেকজন কোচ চূড়ান্ত করেছে। কিউবা মিচেল, তপু বর্মণ, রাকিব হোসেনদের কোচ হিসেবে আসছেন এক আর্জেন্টাইন। যদিও আপাতত নতুন এই কোচের নামটা জানাতে চাচ্ছেন না বসুন্ধরা কিংস। এবারই প্রথম লাতিন কোনো কোচের অধীনে খেলবে বসুন্ধরা কিংস। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন স্পেনের অস্কার ব্রুজোন। গত মৌসুমে ছিলেন রোমানিয়ার ভ্যালেরিও তিতা। সবকিছু ঠিক থাকলে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে আর্জেন্টাইন কোচের। ১৫ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপের ফাইনালে মোহামেডানের বিপক্ষে শুরু হবে নতুন কোচের অভিযান। দলটির সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী জানান, লাতিন ওই নতুন কোচের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপের আগেই তিনি ঢাকায় আসবেন। ফারিয়াসের এমন আচরণ ক্লাবের জন্য ছিল অপমানজনক। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম ভাঙার শামিল এই ঘটনা। ফারিয়াস যে কথা দিয়েও সেটা রাখবেন না, ক্লাবের সহকারী কোচদের কেউই বিষয়টা আগে থেকে আঁচ করতে পারেননি। জিলানী আরও জানান, এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্লাবকে বিপদে ফেলায় ফারিয়াসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস। দেশি-বিদেশি মিলিয়ে এবারও শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বেই তার প্রমাণ মিলেছে। এবার ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য দেখানোর মঞ্চ তৈরি হয়েছে। গতবারের মতো এবারও তাদের লক্ষ্য শিরোপা জয়। তাইতো নতুন কোচ নিয়েই শুরু করতে চায় তাদের সেই অভিযান।