খরচ লাখ টাকা, রিসোর্টে সভার আড়ালে ‘পিকনিক’ করল বাফুফে

খরচ লাখ টাকা, রিসোর্টে সভার আড়ালে ‘পিকনিক’ করল বাফুফে

মতিঝিলপাড়ায় সুরম্য অট্টালিকা আছে বহাল তবিয়তে। তবু বাফুফের নির্বাহী কমিটির সভাটা বাফুফে ভবন থেকে অনেক দূরে এক রিসোর্টেই করতে হলো ফেডারেশন কর্তাদের। কেন, তার কোনো ব্যাখ্যা আসেনি।

এই সভা হয়েছে তিনশো ফিট সংলগ্ন দ্য ম্যাড ফার্ম নামের একটি রিসোর্টে। সেখানে গতকাল দুপুরে বসেছিল এই সভা। এই বৈঠক থেকে অবশ্য কোনো সিদ্ধান্তও আসেনি। শুধু মেয়েদের ফুটবলে কিছু সাফল্যে অভিনন্দন জানিয়ে শেষ হয় লাখ লাখ টাকা ব্যয়ের এই সভা।

এক বছর হতে চলল সাবিনাদের সাফ জয়ের পুরস্কার দেড় কোটি টাকা এখনো দেয়নি বাফুফে। শনিবার সভা শেষে ফের সেই বুলি আওড়ালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম।

তার কথা, ‘আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে। ভুটান থেকে তারা লাওসে খেলতে গিয়েছে। যখন দেশে আসবে তাদের সঙ্গে আমরা আলাপ-আলোচনাসাপেক্ষে পুরস্কার বুঝিয়ে দেব।’

আফঈদাদের দেশের বাইরে খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। আমিরুলের কথায়, ‘আমাদের কোচ এখন দেশের বাইরে রয়েছেন। কোচ আসার পর মেয়েদের নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। তাদের জন্য আমরা খুব সুন্দর পরিসরে দেশের বাইরে অনুশীলনের ব্যবস্থা করব। দুটি প্র্যাকটিস ম্যাচও নিশ্চিত হয়েছে। সেটা খুব শিগগিরই আপনাদের জানাব।’

এত কিছু বললেও নির্দিষ্ট করে ফুটবল অগ্রগতির কোনো সিদ্ধান্ত হয়নি এ সভায়। সভার আড়ালে মূলত রিসোর্টে পিকনিকের আমেজেই ছিলেন বাফুফের কর্মকর্তারা।