ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে একই গ্রুপে পড়েছে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গত ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় এই ড্র।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
‘বি’ গ্রুপে এ দু’টি দল ছাড়া অপর তিনটি হলো- ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ।
এছাড়া ‘এ’ গ্রুপের পাঁচ দল আবাহনী লিমিটেড ঢাকা রহমতগঞ্জ মুসলিম সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
এ বছর আসর শুরু হলেও ফাইনাল আগামী বছর ১০ এপ্রিল। এখন পর্যন্ত এই তারিখই চূড়ান্ত।
এবারের ফুটবল মৌসুমে ম্যাচের সময় বাফুফের কোনো কর্মকর্তা বা কোনো স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তা ডাগ আউটে থাকতে পারবেন না। শনিবার বিষয়টি আবারো মনে করিয়ে দেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
দুই গ্রুপে একেকটি দল চারটি করে ম্যাচ খেলবে। এর দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠার জন্য প্রথম কোয়ালিফায়ারে খেলবে। জয়ী দলের ঠিকানা হবে ফাইনাল। তবে হেরে যাওয়া দলেরও সুযোগ থাকছে ফাইনালে খেলার। দুই গ্রুপের দুই রানার্সআপ দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। সেই ম্যাচের জয়ী দল তৃতীয় কোয়ালিফায়ারে প্রতিপক্ষ হিসেবে পাবে প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দলকে। এই ম্যাচের জয়ী দলই খেলবে ফাইনালে।
প্রতি সপ্তাহের মঙ্গলবার বসুন্ধরা কিংস এরিনা ও কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াবে খেলা অনুষ্ঠিত হবে। যদিও লিগের ভেনু পাঁচ স্টেডিয়াম।
শনিবারের এই ড্র অনুষ্ঠানে গত বিপিএলের সেরা কোচ, খেলোয়াড় ও গোলরক্ষকদের পুরস্কার দেয়া হয়। সেরা কোচ হয়েছেন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। সেরা খেলোয়াড় হয়েছেন মোহামেডান ছেড়ে আবাহনীতে যাওয়া মালির সোলেমান দিয়াবাতে। সেরা গোলরক্ষক জাতীয় দলে খেলা ঢাকা আবাহনীর মিতুল মারমা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে বাংলাদেশ পুলিশ দল। দেয়া হয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। বিপিএলে ২১ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ঘানার স্যামুয়েল বোয়েটাং। আর ৮ গোল দিয়ে বিপিএলের সর্বোচ্চ গোলদাতা পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন।