লিওনেল মেসি |সংগৃহীত

মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি

হঠাৎ যেন পথ হারিয়ে বসেছে ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালের পর আবারো হেরেছে দলটা। এই ম্যাচেও মাঠে থেকেও নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি, এমনকি মিস করেছেন পেনাল্টিও।

মেসি ও তার দলের ব্যর্থতার দিনে শার্লটের জয় ৩-০ গোলে। হ্যাটট্রিক করেছেন ইদান টোকলোমাতি। যা টোকলোমাতির ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক।

শনিবার রাতে ব্যাংক অব অ্যামেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩২তম মিনিটেই বড় সুযোগ পান মেসি। বক্সের ভেতর মেসিকে ফাউল করে মায়ামিকে পেনাল্টি উপহার দেন শার্লট ডিফেন্ডার দিবরিল দেয়ান।

কিন্তু আত্মবিশ্বাসী মেসি প্যানেনকা শটে গোলের চেষ্টা করলে শার্লট গোলকিপার ক্রিস্টিয়ান কাহলিনা দারুণ সেভে সেই গোল আটকে দেন। ব্যর্থ হয় মায়ামির এগিয়ে যাওয়ার চেষ্টা।

এই ম্যাচের আগে ইন্টার মায়ামিই ছিল এমএলএসের একমাত্র দল, যারা টানা ২৫ ম্যাচে কোনো পেনাল্টি পায়নি। অবশেষে সুযোগটা সামনে এলেও মেসি সেটি কাজে লাগাতে পারেননি।

সব মিলিয়ে ২০২২ সালের পর এই প্রথমবার পেনাল্টি মিস করলেন মেসি। সেবার কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি।

মেসির পেনাল্টি মিসের পরপরই বিপদে পড়ে মায়ামি। ৩৪তম মিনিটে শার্লটের কেরউইন ভার্গাসের ক্রস থেকে গোল করেন ইদান টোকলোমাতির।

দ্বিতীয়ার্ধে আরো জ্বলে ওঠেন এই ফুটবলার। ৪৭ মিনিটে কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। শেষ দিকে, ৮৪তম মিনিটে উইলফ্রিড জাহাকে ফাউল করলে পাওয়া পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন।

মায়ামির বিপক্ষে এ জয় এমএলএসে শার্লটের রেকর্ড টানা নবম। এর আগে টানা ৮ জয় নিয়ে যৌথভাবে শীর্ষে ছিল শার্লট ও সিয়াটল সাউন্ডার্স। তবে এবার সিয়াটলকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠল শার্লট।

এদিকে এ হারের পর পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে গেল মায়ামি। ২৬ ম্যাচে মায়ামির পয়েন্ট ৪৬। অন্যদিকে তিনে থাকা শার্লটের পয়েন্ট ৩০ ম্যাচে ৫৩।