চোটের কারণে মাঠের বাইরে, তবুও লিওনেল মেসিকে পাওয়া গেল ইন্টার মায়ামির ম্যাচে। তবে থাকতে হয়েছে গ্যালারিতে। আর মাঠে? তার পুরোনো সতীর্থ লুইস সুয়ারেস এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী রদ্রিগো দে পল জ্বলে উঠলেন দুর্দান্ত পারফরম্যান্সে।
লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। মেসি খেলতে না পারলেও দলের পারফরম্যান্সে তার অনুপস্থিতি তেমন অনুভব হয়নি। বরং এই ম্যাচে প্রথম গোলের স্বাদ পেলেন দে পল, আর সুয়ারেস যেন ফিরে পেলেন পুরোনো ছন্দ।