উইকএন্ড শেষ হয়ে গেলেও, ফুটবলপ্রেমীদের নজর ছিল প্রিমিয়ার লিগে। মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও নিউক্যাসল। এই ম্যাচ ঘিরে চর্চা বাড়ার অন্যতম কারণ ছিলেন আলেকজান্ডার ইসাক। তবে তিনি না খেললেও, নাটকের কমতি হয়নি এই মেগা ম্যাচে। তাই ম্যাচের ফয়সালা হলো শেষ বাশি বাজার আগের মুহূর্তে। লিভারপুলকে জয় এনে দিলেন ১৬ বছরের রিও এনগুমোহা। ৩-২ গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল। তবে নজর কাড়ল ১০ জনের নিউক্যাসলের লড়াই।
ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে শুরু থেকেই আক্রমণ শানায় নিউক্যাসল। অ্যান্টনি এলাঙ্গা, অ্যান্টনি গর্ডন, ব্রুনো গেমারায়েসরা চাপ বাড়ান। তবে প্রথম গোলটা আসে দ্য রেডস-দের থেকেই। ৩৫ মিনিটে বক্সের অনেকটা দূরে বল পান রায়ান গ্র্যাভেনবার্চ। দূরপাল্লার শটে লিভারপুললে লিড এনে দেন তিনি। প্রথমার্ধ শেষের ঠিক আগে ভার্জিল ফন ডাইককে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন অ্যান্টনি গর্ডন।
Three in three for Ekitike 😮💨🇫🇷 pic.twitter.com/AMKkrAA5uX
দ্বিতীয়ার্ধে জমে নাটক। শুরুর এক মিনিটের মধ্যে স্কোরশিটে নাম তোলেন লিভারপুলের নবাগত স্ট্রাইকার হুগো একিতিকে। দুই ম্যাচে দুই গোল করে ফেললেন তিনি। তবে দমে যায়নি ১০ জনের নিউক্যাসল।
৫৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে লিভ্রামেন্টোর ক্রসে হেড দিয়ে এক গোল শোধ করেন ব্রুনো গেমারায়েস। ৮৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় তারা। গোলকিপার নিকো পোপের লং বল ধরে গোল করেন পরিবর্ত হিসেবে নামা ওসুলা।
16-year-old Rio Ngumoha, Liverpool's newest hero! ❤️ pic.twitter.com/qwmUpIBHrI
তবে নাটক শেষ হয়নি তখনও। ১১ মিনিটে ইনজুরি টাইম দেন রেফারি। ১০০ মিনিটে ডান প্রান্ত থেকে লো ক্রস রাখেন মোহামেদ সালাহ। সেই বল ডামি দিয়ে ছেড়ে দেন সোবসলাই। অরক্ষিত স্ট্রাইকার রিও এনগুমোহা ভুল করেনি গোল করতে।
Our youngest ever goalscorer 💫 pic.twitter.com/HS8iFTNNHL
প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার নজির গড়ল সে। শুধু তাই নয়, ওয়েন রুনির পরে দ্বিতীয় ফুটবলার হিসেবে ১৬ বছর বয়সে জয়সূচক গোল করল এনগুমোহা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিনে উঠে এল লিভারপুল।