৮৩ ধাপ এগিয়ে থাকা দ. কোরিয়ার বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ
বাংলাদেশের সামনে আজ সমীকরণটা বেশ সহজ। একটা ড্র হলেই কোনো হিসেব ছাড়াই দলটা চলে যাবে এএফসি অ-২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। সেই সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষ ছিল বেশ কঠিন, ফিফা র্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া। সেই দলের বিপক্ষে শুরুতেই গোল পেয়ে গেল বাংলাদেশ। এগিয়ে গেল ১-০ গোলে।
বাংলাদেশ গোল পেয়েছে ম্যাচের ১৫ মিনিটে। দলকে আনন্দের উপলক্ষ্যটা এনে দেন তৃষ্ণা। শান্তি মারদির বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষ বিপদসীমায় ঢোকেন মোসাম্মৎ সাগরিকা।
তার শট দক্ষিণ কোরিয়া গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফিরতি সুযোগটা পেয়ে যান তৃষ্ণা। অপ্রস্তুত গোলরক্ষককে ফাঁকি দিতে তার কোনো সমস্যাই হয়নি। বলটা তিনি জড়িয়ে দেন জালে।
এই গোলের ফলে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা খানিকটা বেড়েই গিয়েছিল। তবে সে লিডটা দলটা ধরে রাখতে পারেনি। ম্যাচের ২২ মিনিটে গোল হজম করে বসে কোচ পিটার বাটলারের দল।