বিশ্বকাপ বাছাই শেষে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?
শেষ হয়েছে লাতিন অঞ্চলের বিশ্বাকাপ বাছাইয়ের সব ম্যাচ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা ২০২৬ বিশ্বকাপে লাতিন অঞ্চল টিকিট পেয়েছে ছয় দল। বাছাইয়ের শেষ ম্যাচে হারলেও শীর্ষে থেকে বিশ্বমঞ্চে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ম্যাচে জয় পায়নি ব্রাজিলও, তবে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল।
এল আলতোয় বুধবার সকালে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্রাহিল। সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা, কিন্তু সমীকরণ তাদের জন্য বেশ কঠিন। সপ্তমে থাকা দলটি এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, নর্থ আমেরিকার অঞ্চলের প্লে-অফ খেলা দলের সাথে লড়াই করবে। সব মহাদেশ থেকে মোট ৬ দল থাকবে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূলপর্বে।
ব্রাজিলের মতো হার দিয়ে বাছাইপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। শেষ রাউন্ডে কলম্বিয়ার মতো জয় পেয়েছে ইকুয়েডর। অন্য দুই ম্যাচে ড্র করেছে উরুগুয়ে ও প্যারাগুয়ে।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের প্রথম ছয় দল খেলবে মূলপর্বে। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। বাকি চার দলেরই পয়েন্ট ২৮। গোল ব্যবধানে এগিয়ে তিনে কলম্বিয়া, চারে উরুগুয়ে, পাঁচে ব্রাজিল ও ছয়ে প্যারাগুয়ে।
লাতিন অঞ্চলে সবাই ১৮টি করে ম্যাচ খেলেছে। পয়েন্টে শীর্ষে ১২ জয়, দুই ড্র ও চার হারে ৩৮ পয়েন্ট নিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে আট জয়, চার ড্র ও ছয় হারে ২৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে বাছাই শেষ করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
বাছাইপর্বে বড় অঘটন দুবারের কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারানো চিলি বিশ্বকাপে যেতে পারছে না। বিশ্বকাপে ৯ বার জায়গা করে নেয়া চিলি বাছাই শেষ করছে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।