ব্রাত্য সুনীল, ফিরলেন গুরপ্রীত, CAFA নেশন্স কাপের জন্য দল ঘোষণা ভারতের
কাফা নেশনন্স কাপের জন্য দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল। তাঁর কোচিংয়ে এই প্রথমবার ভারতীয় দল নামবে। তাই এই দলের দিকে নজর ছিল সকলের। যদিও নেশন্স কাপের আগে শিবিরে প্লেয়ার ছাড়তে রাজি ছিল না মোহনবাগান সুপার জায়ান্ট। এ বার নেশন্স কাপের রয়েছে চমক। তারুণ্যের দিকে ঝুঁকেছেন খালিদ জামিল, তাই বাদ পড়েছেন সুনীল ছেত্রী। তাঁকে শিবিরেও রাখা হয়নি। যার পর প্রশ্ন উঠছে, তা হলে কি শেষ সুনীলের আন্তর্জাতিক কেরিয়ার?
স্ট্রাইকে তিনি রেখেছেন মনবীর সিং, জিতিন এমএস, ইরফান ইয়াদওয়াদ, বিক্রম প্রতাপ সিং ও লালিনজ়ুয়ালা ছাংতে। সেই হিসেবে মনে করা হচ্ছে, এদের মধ্যে একজন উইং থেকে শুরু করতে পারেন। স্ট্রাইকার দেখে মনে করা হচ্ছে সুনীলের উপর নির্ভরতা কাটাতে চান শুরু থেকেই।
লিস্টন কোলাসো, শুভাশিস বসু, মনবীর সিংদের সুযোগ দেওয়া হয়নি। মোহনবাগান দল তাঁদের ছাড়েনি। মোহনবাগান জানিয়েছে FIFA-র উইন্ডো বাদে প্লেয়ার ছাড়া বাধ্যতামূলক নয়। পাশাপাশি প্লেয়ারদের চোট নিয়েও প্রশ্ন তুলেছিল সবুজ মেরুন। অন্যদিকে মানোলো মার্কেসের জমানায় বাদ পড়া গোলকিপার গুরপ্রীত সিংকে ফেরানো হয়েছে।
👔 Head Coach Khalid Jamil announces his squad for the #CAFANationsCup 2025! 🇮🇳🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/wv7boyUAFE
কাফা নেশন্স কাপে ভারতের ম্যাচ কবে?
২৯ অগস্ট: তাজিকিস্তান
১ সেপ্টেম্বর: ইরান
৪ সেপ্টেম্বর: আফগানিস্তান
দেখে নিন কাফা নেশন্স কাপের জন্য ঘোষিত ভারতীয় দল (India football team squad)
গোলকিপার
গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, হৃত্বিক তিওয়ারি
ডিফেন্ডার
রাহুল ভেকে, নওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, চিঙ্গেলসানা সিং, ভালপুইয়া রালতে, মহম্মদ উভাস
মিডফিল্ডার
নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াঙ্গজাম, দানিশ ফারুক ভাট, জিকশন সিং, বরিস সিং থাংজাম, আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, নওরেম মহেশ সিং
ফরওয়ার্ড
ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, জিতিন এমএস, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং