মেসিকে ছাড়া পয়েন্ট হাতছাড়া মিয়ামির
লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও রদ্রিগো ডি পলদের বেঞ্চে রেখেই মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। লিওনেল মেসি ও জর্ডি আলবা ছিলেন না স্কোয়াডে। অবশ্য মেসিকে ছাড়া পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট আদায় করতে পারেনি দলটি। ডিসি’র বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল।
ডিসি ইউনাইটেডের মাঠে শুরুর একাদশ ছিল অবাক করার মতই। অবশ্য তার ব্যাখ্যাও দিয়েছেন মাশ্চেরানো। আর্জেন্টাইন এই কোচ জানিয়েছেন, অন্যদের সুযোগ দিতেই এমন একাদশ সাজিয়েছেন তিনি।
অডি ফিল্ডে ম্যাচের ১৩ মিনিটে লিড পায় স্বাগতিক দল। জ্যাকসন হপকিন্স গোল করেন ডিসি হয়ে। ৬৩ মিনিটে মিয়ামিকে সমতায় ফেরান বালতাসার রদ্রিগেজ। পরে ১-১ সমতায় শেষ হয় লড়াই।
মেসি ও জর্ডি আলবাকে মূলত চোটের কারণেই মাঠের বাইরে রেখেছিলেন মাশ্চেরানো। অন্যদের বেঞ্চে রাখার ব্যাখ্যায় বলেছেন, ‘আমরা ৪১টি ম্যাচ খেলেছি, অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলাম। আমাদের পুরো দলকে প্রয়োজন, এটি স্পষ্ট সিদ্ধান্ত ছিল এবং ম্যাচের শেষে আমি মনে করি, এটি সঠিক ছিল।
দ্বিতীয়ার্ধে অবশ্য সুয়ারেজ, বুস্কেটস ও ডি পলদের পাশাপাশি রদ্রিগেজকে মাঠে নামান মাশ্চেরানো। রদ্রিগেজের গোলেই সমতায় ফেরে মিয়ামি। মাশ্চেরানো বলেছেন, ‘পরিবর্তনগুলো দলকে সাহায্য করেছে। যদি আমরা শুরু থেকেই একই তীব্রতা নিয়ে খেলতাম, তাহলে আমরা খেলা জিততে পারতাম।’
ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে আছে মিয়ামি। আগামী বুধবার লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।