একই দিনে নিজ নিজ খেলায় জয়লাভ করেছে ইউরোপের তিন জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও এসি মিলান। রোববার (১৪ সেপ্টেম্বর) ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর ম্যাচে জয়ের ধারাকে ধরে রাখে এই তিন ক্লাব।
বার্সেলোনা ৬-০ ভ্যালেন্সিয়া:
লা লিগার ম্যাচে কাতালান ক্লাব বার্সেলোনা প্রথমার্ধে ফেরমির লোপেজের ২৯ মিনিটের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোলের খেলা শুরু হয়। ৫৩ মিনিটে রাফিনিয়া ব্যবধান দ্বিগুন করেন, ৫৬ মিনিটে ফেরমিনের দ্বিতীয় গোল বার্সার হয়ে তৃতীয় গোল। ৬৬ মিনিটে রাফিনিয়া আবারও গোলের দেখা পান। বদলি লেভানডোভস্কি যোগ করেন উৎসবে; ৭৬ ও ৮৬ মিনিটে তিনি দুই গোল করে বার্সেলোনাকে ৬-০ গোলে বড় জয় এনে দেন। চতুর্থ ম্যাচে তৃতীয় জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে হ্যান্সি ফ্লিকের দল।
ম্যানচেস্টার সিটি ৩-০ ম্যানচেস্টার ইউনাইটেড:
ইংলিশ প্রিমিয়ার লিগে ইথিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানচেস্টার ডার্বিতে ৩-০ গোলে জয় পায় সিটি। ম্যাচের ১৮ মিনিটে জেরেমি ডোকুর অসাধারণ ড্রিবল ও ক্রস থেকে হেডারে প্রথম গোল করেন ফিল ফোর্ডেন। ৫৩ মিনিটে ডোকুর পাস থেকে হ্যালান্ড ব্যবধান দ্বিগুন করেন এবং ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের ফল ৩-০ নিশ্চিত করেন। চতুর্থ ম্যাচে সিটির এটি দ্বিতীয় জয়, যা টেবিলের ৮ নম্বরে অবস্থান সুদৃঢ় করেছে।