মেসি নন, ‘সর্বকালের সেরা’ ফুটবলার বনে গেলেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘গোট’ বা সর্বকালের সেরা খেলোয়াড়ের বিশেষ পুরস্কার দিয়েছে পর্তুগিজ লিগ। নিজের দেশ থেকে এ স্বীকৃতি পেয়ে ভীষণ গর্বিত এই তারকা।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে ইউরোপের সেরা ক্লাব ফুটবলে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন। প্রতিটি ক্লাবের হয়ে শতাধিক গোল করেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে অসংখ্য রেকর্ড গড়েছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে ১৪১ গোল করেছেন, যা ভাঙা প্রায় অসম্ভব।
৪০ বছর বয়সেও থেমে নেই রোনালদো। সৌদি আরবের আল নাসর ক্লাবের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন তিনি। সেই সঙ্গে নিজ দেশ থেকে পেলেন এই বিশেষ পুরস্কার, যা তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এই পুরস্কারের জন্য লিগা পর্তুগালকে ধন্যবাদ জানাই। সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় সম্মান। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার সব সতীর্থদের, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই কোচদেরও, আর ধন্যবাদ সবাইকে যারা আমাকে সবসময় উন্নতির পথে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে।’
চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে দীর্ঘ সময় ধরে ‘গোট’ প্রতিযোগিতায় আছেন রোনালদো। তিনি এখনো ছুটছেন নতুন রেকর্ডের পথে। ক্যারিয়ারে ১ হাজার গোলের স্বপ্ন পূরণ করতে তার আর দরকার ৫৭ গোল। একই সঙ্গে জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন সাফল্যের দিকে তাকিয়ে আছেন তিনি।