সুনীল ছেত্রী ও খালিদ জামিল,Ei Samay,ভারতের সম্ভাব্য দল

ফিরলেন সুনীল ছেত্রী, এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা খালিদের

৩০ সদস্যের স্কয়্যাড ঘোষণা করলেন ভারতের ফুটবল দলের হেড কোচ খালিদ জামিল। CAFA নেশন্স কাপে সুযোগ না পাওয়ার পর এ বার ডাক পেয়েছেন সুনীল ছেত্রী। অক্টোবর থেকে শুরু হবে FIFA-র উইন্ডো। তার আগে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি শিবির। বেঙ্গালুরুতে বসবে প্রস্তুতি শিবির। একদিন আগে প্লেয়ারদের শিবিরে যোগ দিতে বলা হয়েছে।

এই স্কয়্যাডে সুনীল ছেত্রীকে রাখা নিয়ে খালিদ জামিল বলেন, ‘সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তী, আমি নিজে ওর বিরুদ্ধে খেলেছি, ওর প্রচুর ম্যাচ দেখেছি। ছেত্রী আমারও প্রিয় প্লেয়ার, ভারতীয় ফুটবলের রোল মডেলের জন্য দলের দরজা সবসময় খোলা।’ ছেত্রী বাদে এই দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব ২৩ AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভালো খেলা মহম্মদ এইমেন, ভিবিন মোহানান ও মহম্মদ সুহেল।

ACL টু-র ম্যাচ থাকার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার প্লেয়ারদের পরে শিবিরে যোগ দিতে বলা হয়েছে। এই ৩০ সদস্যের পাশাপাশি পাঁচজনকে স্ট্যান্ডবাই হিসেবেও রাখা হয়েছে।

২০২৭ সালে AFC এশিয়ান কাপে কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের গ্রুপ C ম্যাচকে সামনে রেখে ক্যাম্প করবেন খালিদ। ভারত ৯ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিরুদ্ধে, তাদের দেশে গিয়ে। এর পর ১৪ অক্টোবর গোয়ায় সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে।

ভারতের সম্ভাব্য দল

দেখে নিন শিবিরে ডাক পাওয়া ৩০ প্লেয়ার

গোলকিপার

অমরিন্দর সিং, গুরমীত সিং, গুরপ্রীত সিং সাঁধু

ডিফেন্ডার

আনোয়ার আলি, বিকাশ ইয়ুমনাম, চিঙ্গেলসানা সিং, মাউয়্যা রালতে, মহম্মদ ভেয়াস, পরমবীর, রাহুল ভেবে, রিকি মিতেই, রোশন সিং নওরেম

মিডফিল্ডার

আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক ভাট, জিকশন সিং, জিতিন এমএস, ম্যাকারটন লুইস নিকসন, মহেশ সিং নওরেম, মহম্মদ এইমেন, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, ভিবিন মোহানা

ফরওয়ার্ড

ইরফান ইয়াডওয়াড, লাললিনজ়ুয়ালা ছাংতে, মনবীর সিং (জুনিয়র), মহম্মদ সানান কে, মহম্মদ সুহেল, পার্থিব গগৈ, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।