ব্যালন ডি’অরের শর্টলিস্টে ৩ ফুটবলার, তবুও খুশি নয় রিয়াল!

ব্যালন ডি’অরের শর্টলিস্টে ৩ ফুটবলার, তবুও খুশি নয় রিয়াল!

গত বছরের ব্যালন ডি’অর নিয়ে শুরুর দিকে বেশ উচ্ছ্বসিত ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দলটির ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি না পাওয়ার পর থেকেই যেন ব্যালন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে ক্লাবটি। গত বছর ভিনি ব্যালন না পাওয়ায় দলগতভাবেই অনুষ্ঠান বর্জন করেছিল রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, চলতি বছর একাধিক খেলোয়াড়ের নাম শর্টলিস্টে থাকলেও পুরস্কার নিয়ে কোনো আগ্রহ দেখায়নি তারা।

বলা যায় ব্যালন ডি’অর কর্তৃপক্ষের সঙ্গে রিয়াল মাদ্রিদের এই ‘শীতল যুদ্ধ’ শুরু হয় গত বছর থেকে। তখন থেকেই এই পুরস্কারকে বয়কট শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। চলতি বছর কয়েকজন খেলোয়াড়ের নাম শর্টলিস্টে থাকা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন নিয়ে একটিও পোস্ট নেই।

এমনকি অনোনয়ন পাওয়া তিনজন পুরুষ ফুটবলারের কেউই এ নিয়ে মন্তব্য করেননি। শুধুমাত্র ক্যারোলিন উইয়ার, ডিন হুইসেন ও লিন্ডা কাইসেডো ইনস্টাগ্রামে নিজেদের মনোনয়ন নিয়ে পোস্ট করেছেন। উইয়ার লিখেছেন, ‘এত ভালো খেলোয়াড়দের সঙ্গে তালিকায় থাকতে পেরে গর্বিত।’

ব্যালন ডি’অর দেওয়া ফ্রান্স ফুটবলের সঙ্গে রিয়ালের এই দূরত্বের শুরু ২০২৪ সালে, যখন ভিনিসিয়ুস জুনিয়র ম্যানচেস্টার সিটির রদ্রির কাছে ব্যালন ডি’অর হারান। পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে প্যারিসের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। সে সময় গুঞ্জন ছিল, ফলাফলের পেছনে ছিল উয়েফার প্রভাব।

বিশেষ করে সেবারই প্রথমবারের মতো ব্যালন ডি’অর যৌথভাবে আয়োজন করেছিল ফ্রান্স ফুটবল ও উয়েফা। এদিকে উয়েফার সঙ্গে সুপার লিগ ইস্যুতে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিন ধরেই বাদানুবাদ চলছে। অনেকের ধারণা, সে কারণেই পুরস্কার পাননি ভিনিসিয়ুস। আর এই ঘটনা দুই পক্ষের দ্বন্দ্বকে আরো তীব্র করে তুলেছে।

এএল