দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে টাইগ্রেসরা |ইন্টারনেট

পূর্ব তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ, তৃষ্ণার হ্যাটট্রিক

লাওসকে উড়িয়ে আসরে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও টাইগ্রেসরা পেয়েছে বড় জয়। পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী।

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে আজ শুক্রবার মুখোমুখি হয় বাংলাদেশ ও পূর্ব তিমুর। যেখানে জয়ের ধারা ধরে রেখেছে আফিদার দল।

শুরুর প্রথম ১৫ মিনিট খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে গড়ে ওঠা একাধিক ভালো আক্রমণ নষ্ট হয় ফিনিশিংয়ের ব্যর্থতায়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা। ৩৩তম মিনিটে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান বাড়ান শান্তি মার্ডি। কর্নার থেকে সরাসরি গোল করেন তিনি।

পরের গোলটাও আসে কর্নার থেকেই। ঠিক তিন মিনিট পর আবার কর্নার নেন মার্ডি, তবে এবার সরাসরি নয়, চমৎকার হেডে বল জালে জড়ান নবীরণ খাতুন। ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকা-তৃষ্ণার দারুণ বোঝাপড়ায় আবারো গোল উদযাপন করে বাংলাদেশ। বক্সে ডান দিকে সাগরিকার কাটব্যাক পেয়ে জালে জড়ান তৃষ্ণা। ৪ গোল নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর লড়াই করা দূরে থাক, বাংলাদেশের আক্রমণ ঠেকিয়েই হয়রান পূর্ব তিমুর। ৫৭ মিনিটেই পঞ্চম গোল পেয়ে যায় পিটার বাটলারের দল। জটলার ভেতর থেকে বল পেয়ে জালে জড়ান তৃষ্ণা।

এরপর ৭৩তম মিনিটে গোলের খাতায় নাম তোলেন আগের ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন তিনি।

৮১তম মিনিটের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে মেয়েরা। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা সাগরিকার আড়াআড়ি পাস জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা।

আর রেফারির শেষ বাঁশি বাজানোর আগে অষ্টম গোলটি উপহার দেন মুনকি আক্তার। জটলা থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান তিনি।।

এর আগে, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক লাওসকে। টানা দুই জয়ে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষেই আছে।

আগামী রোববার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।