কেন বদল হলো?,Ei Samay,AIFF-এর বিজ্ঞপ্তি

বদলে গেল ভারতীয় দলের ম্যাচের ভেন্যু, আচমকা কেন এই সিদ্ধান্ত?

ভারতের ফুটবল ক্লাবের আগামী ম্যাচের ভেন্যু বদল হলো। CAFA নেশন্স কাপের পর টিম ইন্ডিয়া AFC এশিয়ান কাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে খেলতে নামবে। সেই ম্যাচের ভেন্যুতে বদল হলো। বেঙ্গালুরুর বদলে ম্যাচ আয়োজন করা হবে গোয়ায়। কেন এই সিদ্ধান্ত নিল AIFF?

১৪ অক্টোবর ভারত ২০২৬ AFC এশিয়ান কাপের কোয়ালিফায়ারে গ্রুপ C-র ম্যাচ খেলতে নামবে সিঙ্গাপুরের বিরুদ্ধে। সেই ম্যাচটা প্রথমে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। এটা ISL-এ বেঙ্গালুরু এফসির হোম স্টেডিয়ামও। কিন্তু আজ AIFF জানিয়ে দেয়, ম্যাচটা সরানো হচ্ছে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। AIFF-এর পক্ষ থেকে ম্যাচ সরানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে।

সিঙ্গাপুরের বিরুদ্ধে টিম ইন্ডিয়া AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দুটো ম্যাচ খেলবে। ৯ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে। এর পর ১৪ অক্টোবর ম্যাচ হবে গোয়ায়।

Indian national football team

কেন ম্যাচ সরানো হলো?

কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এনএ হ্যারিস বলেন, ‘শ্রী কান্তিরাভা স্টেডিয়ামকে সবধরনের খেলার জন্য ব্যবহার করা হয়, সেখানে অ্যাথলেটিক্সও রয়েছে। একটা ফুটবল ম্যাচ যখন হয়, তখন আমাদের হাতে সময় দরকার হয় স্টেডিয়ামটাকে ফুটবলের জন্য তৈরি করতে। ম্যাচটা আমাদের আচমকা দেওয়া হয়েছিল। এই কম সময়ে মাঠকে তৈরি করা সম্ভব নয়। খারাপ লাগছে ম্যাচটা অন্য জায়গায় সরে যাওয়ায়।’

ভারত এখন কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর হংকংয়ের কাছে ০-১ গোলে হেরেছে। সেই সময় মানোলো মার্কেস কোচ ছিলেন। এ বার খালিদ জামিল দায়িত্বে আসায় ছবিটা বদল হবে বলে আশা করছেন সমর্থকরা।