চ্যাম্পিয়নস লিগের ড্র সরাসরি দেখার উপায়

চ্যাম্পিয়নস লিগের ড্র সরাসরি দেখার উপায়

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ (ইউসিএল)। নতুন রূপে ফিরছে এই টুর্নামেন্ট। গত মৌসুমের তুলনায় আলাদা কিছু নিয়মে শুরু হতে যাচ্ছে ২০২৫–২৬ মৌসুমের আসর। এর আগে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর রাজকীয় মঞ্চে ইউসিএলের ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারণ হবে প্রথম পর্বে কোন দল কার মুখোমুখি হবে।

এই ড্র অনুষ্ঠানটি ‘টিএনটি স্পোর্টস ১’,সনি স্পোর্টস ২, উয়েফার ওয়েবসাইট ও ইউটিউব লাইভে সরাসরি দেখা যাবে। ড্রয়ে ৩৬ দলকে চারটি পটে রাখা হয়েছে। কো-এফিশিয়েন্ট র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সাজানো এই তালিকার প্রথম পটে আছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা প্রথম পটে জায়গা পেয়েছে।

ড্র প্রক্রিয়াটা এবার অনেকটাই অন্যরকম। প্রথম পট থেকে সাধারণভাবে একটি দলের নাম তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার জানিয়ে দেবে সেই দল কোন আট প্রতিপক্ষের সঙ্গে খেলবে এবং কোন কোন দলের বিপক্ষে ‘হোম’ ম্যাচ আর কোন কোন দলের বিপক্ষে খেলবে ‘অ্যাওয়ে’ ম্যাচ। একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পটের দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

তবে এখানে আছে বিশেষ কিছু শর্ত। যেমন একই দেশের দুই দল মুখোমুখি হবে না, আবার একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে। এসব শর্ত মেনে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি দলের প্রতিপক্ষ চূড়ান্ত করবে। একনজরে দেখে নিন চারটি পটের কোনটিতে কোন ক্লাব রয়েছে-

পট-১: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা।

পট-২: আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগ।

পট-৩: অলিম্পিক মার্সেই, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বোদো/গ্লিমট, টটেনহ্যাম হটস্পার।

পট -৪: এএস মোনাকো, এফসি কোপেনহেগেন, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জুইলওয়াজ, কারাবাগ, অ্যাথলেটিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি, কাইরাত।

এএল